19337

04/22/2025 আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ

আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ

নোয়াখালী থেকে

২৭ আগস্ট ২০২৩ ২৩:০৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (২৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের চারজন ও হাতিয়া ডিগ্রি কলেজের এক পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালকসহ ছয়জন আহত হন।

খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন দলীয় নেতাকর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাদেরকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। ছাত্রলীগের এমন সহযোগিতায় অনেকেই ফেসবুকে প্রশংসা করছেন।

আমির হামজা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গেছেন তা প্রশংসার দাবিদার। তাদেরকে চিকিৎসা দিয়ে আবার কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এমন সহযোগিতার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যাই। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে পৌঁছে দিই। আমাকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন সহযোগিতা করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, বঙ্গবন্ধুর ছাত্রলীগ আমাদের হাতিয়ার ছাত্রলীগ। তারা সব সময় মানবিক। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারাও কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তারা এমন কাজ অব্যাহত রাখবে বলে আমি মনে করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]