19344

04/04/2025 মাটিতে পুঁতে ফেলা হলো ৪৫০০ কেজি চিংড়ি

মাটিতে পুঁতে ফেলা হলো ৪৫০০ কেজি চিংড়ি

চাঁদপুর থেকে

২৭ আগস্ট ২০২৩ ২৩:৫৮

চাঁদপুরে চার হাজার পাঁচ শ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (২৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক চার হাজার পাঁচ শ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]