19355

04/22/2025 মায়ের কোল থেকে শিশু চুরি, ১০ ঘণ্টা পর উদ্ধার করল পুলিশ

মায়ের কোল থেকে শিশু চুরি, ১০ ঘণ্টা পর উদ্ধার করল পুলিশ

গাজীপুর থেকে

২৮ আগস্ট ২০২৩ ১৭:২৯

গাজীপুরে মায়ের কাছ থেকে কৌশলে সাত মাসের এক শিশুকে চুরি করার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ ঘণ্টার মধ্যেই সেই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে শহরের বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটি বাঙ্গালগাছ এলাকার রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন ও হাবিবা আক্তার দম্পতির। এসময় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার বিকেলে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন রহিম উদ্দিন। পাশে তার সাত মাসের শিশু সন্তান রিয়াদ রোহানকে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্ত্রী হাবিবা। এ সময় ঘরে আসেন প্রতিবেশী মাসুদের স্ত্রী জাকিয়া। তিনি কিছু সময় গল্প করেন।

একপর্যায়ে নিজের ঘরে নেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যান জাকিয়া। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সন্দেহ হয় মায়ের। তিনি সন্তানের খোঁজে জাকিয়ার ঘরে যান। কিন্তু শিশুটিকে নেওয়ার কথা অস্বীকার করেন জাকিয়া। এতে মা কান্নাকাটি শুরু করেন।

খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমান এবং পুলিশকে খবর দেন। পুলিশ জাকিয়া ও তার স্বামী মাসুদকে আটক করে। সেই সঙ্গে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিয়া ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতে ওই শিশুটিকে উদ্ধার করে । এ বিষয়ে রোববার দুপুরে জিএমপি হেড কোয়ার্টারে এক প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]