1940

03/14/2025 এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পুতিন

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৯

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। খবর সিবিএস নিউজের।

বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। সের্গেই কোমকভ মনে করেন, আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী।

তবে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস খবরটি অস্বীকার করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। অবশ্য ট্রাম্প দুটি মনোনয়ন পেয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]