19400

04/20/2025 কথা কাটাকাটির পর সিএনজির ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

কথা কাটাকাটির পর সিএনজির ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৩ ২২:২৩

রাজধানীর গুলশান-১ সিগনালে সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে আবু হানিফ রানাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

আবু হানিফ রানার সহকর্মী আলমগীর বলেন, আমি ও রানা একটি ডেভলপার কোম্পানিতে চাকরি করি। রানা গাড়ি চালাচ্ছিল এবং আমি পাশের সিটে বসা ছিলাম। গুলশান সিগনাল পার হলে উল্টা পথে এসে একটি সিএনজি আমাদের গাড়িকে ধাক্কা দেয়।

এতে রানার ডান হাত কেটে যায়। পরে রানা গাড়ি থেকে নেমে ওই সিএনজি চালককে থামাতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজিচালক পালিয়ে যেতে গেলে ধাক্কা লেগে রানা গুরুতর আহত হয়। প্রথমে তাকে কুর্মিটোরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীর আরও জানান, রানার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপাল থানার কুমাইর গ্রামে। তিনি ওই এলাকার শেখ হাসানের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি গুলশান থানাকে জানিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]