1943

09/20/2024 ৩ ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

৩ ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

ধর্ম ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:১০

মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। খবর আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন ওমরাহ’র জন্য। তবে মক্কায় তাদেরকে ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার জন ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার জনকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]