19478

04/20/2025 মদপান করে দুই বোন হাসপাতালে, একজনের মৃত্যু

মদপান করে দুই বোন হাসপাতালে, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৮

রাজধানীতে মদপান করে দুই বোন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম জান্নাত আক্তার (২৪)। অসুস্থ অপর তরুণী ইমু আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে সাতটার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া অসুস্থ ইমুকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

নিহতের মামাতো বোন তানহা ইসলাম বলেন, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর পর চিকিৎক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।

তিনি বলেন, দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]