19487

04/22/2025 ধান ভাঙানোর মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যু

ধান ভাঙানোর মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যু

নেত্রকোণা থেকে

২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১০

ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় খোদেজা আক্তার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে ৩ মণ ধান গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে ভাঙাতে নিয়ে যাই। এ সময় আমাকে সহযোগিতা করতে আমার স্ত্রীও আমার সঙ্গে আসে। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করে আমার স্ত্রী।

তখন অসাবধানতাবশত মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে যায় এবং মেশিনের টানে তার মাথার খুলির উপরের অংশ ছুটে যায়। এ অবস্থায় তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনা মাত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ নিয়ে যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]