19528

04/22/2025 নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, মিলল তরুণ-তরুণীর মরদেহ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, মিলল তরুণ-তরুণীর মরদেহ

বগুড়া থেকে

৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪০

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তরুণ-তরুণী নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৪) ও নাটোরের বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)। নিহতদের কাছে থাকা জন্মসনদ ও নাগরিকত্ব সার্টিফিকেটে নাম-ঠিকানা পাওয়া গেছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন জানান, শেরপুর উপজেলা শহর থেকে প্রাইভেটকারটি বেশ দ্রুতগতিতে খানপুরের সড়ক দিয়ে যাচ্ছিল। পথে ছাতিয়ান গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে গাড়িটি পুকুর থেকে তোলা সম্ভব হয়নি। পুলিশের ক্রেন দিয়ে গাড়িটি তোলার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা যায়- ওই কারে আরও দুজন ছিলেন। তারা ঘটনার পরপরই কার থেকে বের হয়ে চলে যায়। উদ্ধার হওয়া মরদেহ কোনো ক্ষতের চিহ্ন নেই। তারা কীভাবে মারা গেছে এটা এখনো নিশ্চিত নই। তবে শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে মারা যেতে পারেন। এটা পুলিশ ভালো বলতে পারবে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হইনি এখনো। মরদেহ এখনো পুলিশি হেফাজতে আছে। আমরা নিহতদের পরিবারের খোঁজ পাওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]