19546

04/22/2025 কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২

কিশোরগঞ্জ থেকে

৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১০

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসার শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে করিমগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাশেম (৩৩) ও তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে সম্রাট মিয়া (৩৮)। এর মধ্যে হাফিজুর রহমান হাশেম চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক। আর সম্রাট মিয়া মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]