19570

04/22/2025 বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর

বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ থেকে

৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন কিশোরগঞ্জ আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর মোবারক হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামি পক্ষের মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন।

গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো।

আসামিপক্ষের আইনজীবী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বিজ্ঞ আদালতে হাইকোর্টের একটি রুলিং আমরা জমা দিয়েছি এবং আমাদের কাগজপত্র দেখে মাননীয় আদালত আবু সাইদ চাঁদ ভাইয়ের বয়স বিবেচনায় আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]