19643

04/23/2025 বিছানা থেকে পড়ে গেলেন ১৬০ কেজি ওজনের নারী, টেনে তুলতে লঙ্কাকাণ্ড

বিছানা থেকে পড়ে গেলেন ১৬০ কেজি ওজনের নারী, টেনে তুলতে লঙ্কাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫১

ভারতের মহারাষ্ট্র প্রদেশে ১৬০ কেজি ওজনের এক অসুস্থ নারী বিছানা থেকে মেঝেতে পড়ে যাওয়ার পর তা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে।

পরিবারের সদস্যরা অনেক চেষ্টার পরও তাকে বিছানায় তুলতে না পেরে রাজ্যের ফায়ার বিভাগের কাছে ফোন করে সহায়তা চান। পরে আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের কর্মীরা তড়িঘড়ি করে গিয়ে অসুস্থ ওই নারীকে বিছানায় তুলে দেন।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের ঠানে শহরে এই ঘটনা ঘটেছে বলে সেখানকার সরকারি এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন।

৬২ বছর বয়সী ওই নারীর ওজন ১৬০ কেজি। অতিরক্ত ওজন হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চলাফেরা করতে পারেন না। এমনকি বেশিরভাগ সময়ই তার বিছানায় কাটাতে হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঠানের ওয়াঘবিল এলাকায় নিজ বাসার বিছানা থেকে আকস্মিকভাবে পড়ে যান তিনি।

পরিবারের সদস্যরা অনেক চেষ্টার পরও তাকে বিছানায় টেনে তুলতে পারেন নাই বলে ঠান পৌর করপোরেশনের ওই কর্মকর্তা জানিয়েছেন।

ঠান পৌর করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেছেন, ওই সময় পরিবারটির আতঙ্কিত সদস্যরা ফায়ার বিভাগের কর্মকর্তাদের ফোন করে সহায়তা চান।

পরে আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের (আরডিএমসি) একটি দল ওয়াঘবিল এলাকার ওই বাসায় ছুটে যান। তারা নারীকে মেঝে থেকে তুলে বিছানায় দেন বলে জানান তিনি।

তবে বিছানা থেকে পড়ে যাওয়ায় ওই নারীর শরীরে কোনও জখম হয়নি বলে জানিয়েছেন ইয়াসিক তাদভি। তিনি বলেছেন, আরডিএমসি বেশ কিছু জরুরি টেলিফোন কল পেলেও আজকের কলটি ছিল ভিন্ন ধরনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]