19683

04/20/2025 আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা আমান

আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা আমান

আদালত প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৬

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন। এসময় তার সঙ্গে শতাধিক নেতাকর্মী দেখা যায়।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি। আজ ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করবেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এদিকে সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। অপরদিকে বিএনপি নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বের করে দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]