19813

04/22/2025 পদ্মার এক পাঙাশ সাড়ে ২৫ হাজারে বিক্রি

পদ্মার এক পাঙাশ সাড়ে ২৫ হাজারে বিক্রি

রাজবাড়ী থেকে

১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪১

রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ সাড়ে ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি বিক্রি হয়।

জেলে জামাল হালদার বলেন, আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় একটি পাঙাশ মাছ। তাৎক্ষণিকভাবে মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাটের আনু খাঁর আড়তঘরে নিয়ে আসি। এ সময় উন্মুক্ত নিলামে ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, মাছটির ওজন ১৭ কেজি। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিই। পরে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]