1982

04/02/2025 মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর ৫ লাখ করে টাকা পেল ৩৫ পরিবার

মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর ৫ লাখ করে টাকা পেল ৩৫ পরিবার

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৫

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পাঁচ লাখ টাকার চেক পরিবারগুলোর হাতে তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

অনুষ্ঠান শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী মমতাময়ী। তিনি এতিমের কষ্ট সবসময় বোঝেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যারা নিহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া যারা চিকিৎসাধীন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য দোয়া করবেন।

পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]