19820

04/22/2025 হত্যার পর প্রেমিকার মরদেহ পোড়ানোর চেষ্টা, প্রেমিকের মৃত্যুদণ্ড

হত্যার পর প্রেমিকার মরদেহ পোড়ানোর চেষ্টা, প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট থেকে

১৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৬

জয়পুরহাটে ১৪ বছর আগে প্রেমিকাকে (১৬) হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে প্রেমিকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাজাদুল ইসলাম। তিনি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সঙ্গে আসামি সাজাদুলের চার একর খাসজমি নিয়ে বিরোধ চলছিল। এজন্য আসামি কৌশলে জলিলের মেয়ে রূপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রূপালীকে ফুঁসলিয়ে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে তুলসীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যান সাজাদুল।

পরে তাকে মারপিট করে হাত-পা বেঁধে হত্যা করেন। মরদেহ যেন কেউ না শনাক্ত করতে পারে সেজন্য রূপালীর মরদেহে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান। পরদিন সকালে রূপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই বছরের ৫ মে আক্কেলপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা সাজাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]