20139

04/22/2025 প্রধানমন্ত্রীর জন্মদিনে ময়মনসিংহ ১০ আসনে আলোচনা সভা ও দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিনে ময়মনসিংহ ১০ আসনে আলোচনা সভা ও দোয়া

ময়মনসিংহ থেকে

১ অক্টোবর ২০২৩ ১৮:৩০

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও ) আসনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা: শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেন দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান ফকির, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা বারেক আহমেদ। অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.আবুল হোসেন দীপু বলেন, যতদিন প্রধানমন্ত্রীর হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার আমলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতায় আবারও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ড.আবুল হোসেন দীপু ময়মনসিংহ ১০ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]