20176

04/23/2025 ছবির মতো সাজানো সিকিমের গ্রামটি ভাসিয়ে নিয়েছে তিস্তা

ছবির মতো সাজানো সিকিমের গ্রামটি ভাসিয়ে নিয়েছে তিস্তা

আন্তর্জাতিক ডেস্ক

৬ অক্টোবর ২০২৩ ১০:২৪

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তিস্তা নদীর একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তার পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে ভারতের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। উত্তর সিকিমের একটি গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা।

উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকার একটি ছবি সামনে আসছে। তাতে দেখা যায়, চারদিকে কেবল কাদামাটির স্তূপ। ছবির মতো সাজানো পাহাড়ি এই এলাকা সম্পূর্ণ ভেসে গিয়েছে। কোথায় রাস্তা ছিল। আর কোথায় বাড়িঘর ছবি দেখলে এখন বোঝাও সম্ভব নয়। যত দূর চোখ যায়, চারদিকে শুধুই কাদামাটি।

আরও পড়ুন: তিস্তায় হু হু করে বাড়ছে পানি, সিকিমে নিখোঁজ ৪৩

ছবিতে আরও দেখা যায়, নদীর পানির সঙ্গে ভেসে চলেছে অসংখ্য কাঠ। কাঠের বাড়িঘর ভেঙে টুকরা হয়েছে পানির তোড়ে। সেইসব বাড়ির অংশ, ছাদের অংশ, আসবাবপত্র সব ভেসে আসছে। আবার কোথাও কাদামাটির উপরেই স্তূপ হয়ে জমে আছে। কোথাও পরিস্থিতি আবার সম্পূর্ণ অন্যরকম।

গোটা গ্রামের কিছু অংশ যেন মাটির নীচে চলে গিয়েছে। বাড়িঘরসহ পুরো এলাকা যেন মাটির নিচে চলে গিয়েছে। সেনাবাহিনীর গাড়িও মাটির নিচে আটকে রয়েছে।

আরও পড়ুন: সিকিমে হঠাৎ বন্যা, ২৩ সৈন্য নিখোঁজ

এদিকে পানি জমে থাকার কারণে উত্তর সিকিম এলাকার মাটি আলগা হতে শুরু করেছে। বহু জায়গাতেই ধস নামছে। গতকাল বৃহস্পতিবারও একাধিক জায়গায় ধস নামার কথা শোনা গিয়েছে। উত্তর সিকিম এলাকার ২৯ মাইল দীর্ঘ এলাকা এই ধসের কবলে রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বন্যায় আটকেপড়া বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিখোঁজের সংখ্যাও অনেক বেশি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]