20182

03/19/2025 সাকিবদের হারাতে যে কৌশল আঁটছে আফগানিস্তান

সাকিবদের হারাতে যে কৌশল আঁটছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

৬ অক্টোবর ২০২৩ ১৭:১০

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আরও আগেই শুরু হয়েছিল। তবে আগামীকাল (শনিবার) থেকে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে টাইগাররা। কিছুদিন আগে আফগানিস্তানকে এশিয়া কাপে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারও তাদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আফগানরা দারুণ ব্যাটিং ফর্ম দেখিয়েছিলেন, যা তারা বিশ্বকাপের মূলপর্বেও ধরে রাখতে চান। বাংলাদেশকে মোকাবিলায় আজ (শুক্রবার) ভিন্ন কৌশলের কথা বলেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

তিনি বলেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল ওই অনুযায়ী প্রয়োগের চেষ্টা করবো। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করবো।’

যেকোনো ম্যাচে প্রতিপক্ষকে মোকাবিলায় তাদের আগের ভিডিও বিশ্লেষণ করে শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা–ক্রিকেটের পুরনো রীতি। তবে সেই কৌশলটিই সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন শহিদী, ‘তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা তাদের সবার বিপক্ষেই পরিকল্পনা করছি। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে লক্ষ্য নেই। আমরা তাদের এগারোজনের বিপক্ষে খেলবো। তাদের সবার বিপক্ষেই ভালো খেলতে হবে আমাদের।’

তামিম ইকবাল না থাকায় বাড়তি সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নে শহিদী বলেন, ‘দেখুন, আমি এটা আগেও বলেছি আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে না। বাকি খেলোয়াড়রাও যথেষ্ট প্রতিভাবান। আমাদের কালকে যারা খেলবে, তাদের বিপক্ষে ফোকাস থাকতে হবে। আমরা তাদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলবো।’

আগামীকাল সকাল ১১টায় ধর্মশালায় দু’দলই নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এর আগে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপেও রানবন্যার আভাস মিলেছিল। জানা গেছে, ধর্মশালার এই উইকেটও বেশ ব্যাটিং-বান্ধব। সেটি মাথায় রেখেই ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য রেখে খেলতে চাইবে বাংলাদেশ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]