রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশায় থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫২ বছর। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার(১৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান।
তিনি বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি- অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। রিকশায় মোট তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন সামান্য আহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। কি গাড়ি ধাক্কা দিয়েছে সেটিও জানার চেষ্টা চলছে।