20315

03/19/2025 টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না সাকিব

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না সাকিব

ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০২৩ ১৪:১৮

বিশ্বকাপে চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

টসে এদিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে আগেই সংশয় ছিল। তাকে শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না ভারতের বিপক্ষে এই ম্যাচে।

ভারতের বিপক্ষে এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া সাকিবকে বাদ দিয়ে দলে ভেড়ানো হয়েছে নাসুম আহমেদকে। অন্যদিকে তাসকিন আহমেদের জায়গায় এসেছে হাসান মাহমুদ। অপরদিকে ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এদিকে অতীত পরিসংখ্যান পক্ষে নেই বাংলাদেশ দলের। ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই লাল সবুজদের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। অপরদিকে বিশ্বকাপেও এই দুই দলের দেখায় পিছিয়ে টাইগাররা। এ পর্যন্ত ২০০৭,২০১১,২০১৫ ও ২০১৯ বিশ্ব ক্রিকেট আসরে দেখা হয়েছে ভারত-বাংলাদেশের। যেখানে রোহিতদের ৩ জয়ের বিপরীতে সাকিবদের জয় ১টি। সেটাও দেড় দশক আগে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]