20334

04/22/2025 ৪৭ বোতল মদসহ যুবক গ্রেফতার

৪৭ বোতল মদসহ যুবক গ্রেফতার

নেত্রকোনা থেকে

২১ অক্টোবর ২০২৩ ১১:০০

নেত্রকোনার কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ নিক্লেশ সরকার ( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার ডেইট্টাখালি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নিক্লেশ নেত্রকোনা সদর উপজেলার পুকুরিয়া এলাকার মৃত নিরঞ্জন সরকারের ছেলে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে মদ নিয়ে জেলা শহরের দিকে যাচ্ছে—এমন গোপন খবরে ভোরে টায় কলমাকান্দা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ডেইট্টাখালি ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামায় পুলিশ। এসময় মোটরসাইকেলের পেছনে দুই পাশে বাধা প্লাস্টিকের তৈরি ফলের ক্যারেটে ৪৮ বোতল মদ পাওয়ার পর নিক্লেশকে গ্রেফতার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় আটক নিক্লেশের নামে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]