20414

04/15/2025 ঢাবির হলে গাঁজাসহ বহিরাগত

ঢাবির হলে গাঁজাসহ বহিরাগত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৩ ১১:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূ‌র্যসেন হলে গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। গতকাল রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হলের ৩৫৪ নম্বর কক্ষে গাঁজাসহ সাধারণ শিক্ষার্থীদের হতে ধরা পড়েন ওই ছাত্র। পরে উত্তমমধ্যম দিয়ে তাকে হলছাড়া করেন শিক্ষার্থীরা।

সূর্যসেন হলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, হলে অবস্থান করা ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরেই হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ অর্পনের ৩৫৪ নম্বর কক্ষে অবস্থান করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।

ওই শিক্ষার্থীর কাছে ১০০ গ্রামের এক প্যাকেট গাঁজা পাওয়া যায়। ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ অর্পনের জন্য গাঁজা আনার কথা স্বীকার করে সে। পরে কক্ষে থাকা ব্যাগ-ট্রাংকসহ তাকে হল থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ অর্পনেকে একাধিকবার ফোন করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত রয়েছি। আগামীকাল (সোমবার) হল পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]