2044

03/14/2025 করোনা টিকা সংগ্রহে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান এডিবি’র

করোনা টিকা সংগ্রহে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান এডিবি’র

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৮

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের টিকাসহ জরুরি চিকিৎসা সরবরাহের জন্য ৩০ লাখ মার্কিন ডলার অনুদান চুক্তি করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকার এডিবি পরিচালিত এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে প্রাপ্ত অনুদান সহায়তা অর্থায়ন করছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যথাক্রমে বাংলাদেশ ও এডিবির পক্ষ থেকে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে জনগণকে টীকা দেয়া জরুরি অগ্রাধিকার। বাংলাদেশে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও কমাতে এডিবির পূর্ববর্তী সহায়তায় প্রায় ৬ শ’ ৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান দিয়েছে।

দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর কোভিড-১৯ মহামারীর প্রভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতে গত ৭ মে এডিবি ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে।- বাসস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]