গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের কবজি উড়ে গেছে। ওই ঘটনায় আরও অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে কনস্টেবল ফুয়াদ হাসান, মোরশেদ খান এবং উপপরিদর্শক প্রবীরকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, এপিসির মধ্যে একটি দুর্ঘটনায় কমপক্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এপিসির ভেতরে একটি সাউন্ড গ্রেনেডের পিন খুলে বা অন্য কোনোভাবে চার্জড হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।