কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকেই একের পর এক পুরস্কার যোগ হচ্ছে লিওনেল মেসির ঝুলিতে। ফুটবল ইতিহাসে সবথেকে বেশি ব্যালন ডি অর জয়ের রেকর্ডতো আগে থেকেই ছিল আর্জেন্টাইন জাদুকরের নামে। কদিন আগে সেটিকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি, জিতেছেন অষ্টম ব্যালন ডি অর।
এবার আরও এক পুরস্কার উঠতে যাচ্ছে মেসির হাতে। এ বছরই তিনি যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েই ক্যারিয়ারের অর্জনের খাতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়েই দুর্দান্ত পারফর্ম্যান্সে দলকে জিতিয়েছেন লিগ কাপের শিরোপা। আর এমন সেরা পারফর্ম্যান্সের কারণেই মেজর লিগ সকারের দলটির সবথেকে দামী ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।
২০২৩ মৌসুমের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার মেসি। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে ডেভিড ব্যাকহামের ক্লাবটি। মিয়ামির হয়ে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন জাদুকর। তার অধীনেই একের পর এক ম্যাচ জিতে লিগ কাপের ফাইনালে ওঠে দলটি।
মিয়ামির হয়ে প্রথম ১৪ ম্যাচ খেলেই ১১ গোল করেন আলবিসেলেস্তে অধিনায়ক। এছাড়া ৮টি গোল করতে সতীর্থদের সহায়তাও করেছেন তিনি। তার দুর্দান্ত নৌপুণ্যেই শেষ পর্যন্ত লিগ কাপের শিরোপা জিতে ক্লাবটি। প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণেই এমভিপি পুরস্কার জিতেছেন মেসি।