20649

04/22/2025 রাজশাহীতে ট্রাক-অটেরিকশা সংঘর্ষে নিহত ৪

রাজশাহীতে ট্রাক-অটেরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৩ ১৬:৩০

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দুপুরে বেলপুকুর পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্যবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় একটি অটোরিকশা রাজশাহীর দিকে যাচ্ছিল। শনিবার দুপুর সোয়া ২টার দিকে বেলপুকুর পুলিশ চেকপোস্টের সামনে ট্রাক ও অটেরিকিশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে পড়ে যান অটোরিকশার যাত্রীরা। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও তিনজন মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মো. জামিরুল ইসলাম জানান, চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ মর্গে রয়েছে। পরিচয় এখনও জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]