20722

03/19/2025 অধিনায়ককে ছাড়াই লড়াইয়ে নামছে কিংস

অধিনায়ককে ছাড়াই লড়াইয়ে নামছে কিংস

ক্রীড়া ডেস্ক

২৭ নভেম্বর ২০২৩ ১৮:২১

এএফসি কাপে নিজেদের শেষ হোম ম্যাচে আজ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশেনের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারছেন না কিংসের নিয়মিত অধিনায়ক রবসন রবিনহো।

কোচ অস্কার ব্রুজন রবসনের ইনজুরি নিয়ে গত কয়েক দিন লুকোচুরি করেছিলেন। আজ অবশ্য অস্কারকে রবিনহোকে ছাড়াই দল সাজাতে হয়েছে। কিংসের দেশি সিনিয়র ফুটবলার সোহেল রানার হাতে উঠেছে আর্মব্যান্ড।

বাংলাদেশে ঘরোয়া লিগে চারজন বিদেশি মাঠে খেলতে পারেন। এশিয়ান টুর্নামেন্টে অবশ্য ছয়জন একাদশে খেলেন। রবসন অসুস্থ থাকায় কিংস আজ একাদশে পাঁচ বিদেশি নিয়ে শুরু করছে। দিন পাঁচেক আগে জাতীয় দলের জার্সিতে এই কিংস অ্যারেনাতে দুর্দান্ত গোল করা শেখ মোরসালিন আজ ক্লাব দলে একাদশে জায়গা পাননি। অস্কার তাকে বদলি হিসেবে রেখেছেন।

কিংস একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, মিগুয়েল ফেরেইরা, সোহলে রানা, ডরিয়েল্টন, ববুরবেক, রাকিব, আসরর গফুরভ ও এমফোন উদোহ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]