20789

04/03/2025 রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৩ ১৪:১৭

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাথমিক অবস্থায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ ঘটনায় জড়িত আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]