20886

04/22/2025 খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি

৩ ডিসেম্বর ২০২৩ ১০:২৬

খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যবসায়ীরা।

রোববার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই টিনসেড মার্কেটটির সবগুলো দোকান ভস্মীভূত হয়ে যায়।

মার্কেট মালিকের ছেলে সাদ্দাম হোসেন বলেন, এখানে দরজা তৈরির কারখানা, বেশ কয়েকটি ব্যবসায়ীর গুদাম, ডেকোরেশন দোকানসহ কাঠের ফার্নিচারের দোকান ছিল। আগুনে সব মালামাল পুড়ে গেছে। শত্রুতার বশবর্তী হয়ে কেউ আগুন লাগিয়েছে।

দরজা তৈরির কারখানার শ্রমিক মো. আকরাম বলেন, কারখানায় অনেকগুলো মেশিন ছিল। তৈরি করা দরজা ছিল। সব মিলে কোটি টাকার ক্ষতি হয়েছে।

সার কীটনাশক গুদামের মালিক মো. হানিফ জানান, তার প্রায় ৫০ লাখ টাকার বেশি মালামাল ছিল সব পুড়ে গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]