20908

04/20/2025 ত্বকের জেল্লা ধরে রাখে এই বিশেষ চা

ত্বকের জেল্লা ধরে রাখে এই বিশেষ চা

লাইফস্টাইল ডেস্ক

৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৫০

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে যেন চলে না। চায়ের গন্ধ না পেলে ঘুম ভাঙে না। শুধু কি তাই? ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা অফিসে কাজের ফাঁকে- কাপের পর কাপ চা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে রূপচর্চায় এর ব্যবহার বেশ পুরনো।

চীনে রোগের চিকিৎসা, রূপচর্চায় প্রাচীন কাল থেকেই বিভিন্নরকম চা পানের চল রয়েছে। কেবল বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী নন চীনারা। চা পাতার সঙ্গে বিশেষ কিছু মসলা মিশিয়ে পান করেন তারা। অবশ্য আয়ুর্বেদ মতে, কেবল চা পাতা নয়, রান্নায় ব্যবহৃত মশলাগুলোও ত্বকের জেল্লা বাড়াতে কাজ করে।

কীভাবে এই বিশেষ চা তৈরি করবেন?

একটি পাত্রে চায়ের জন্য পরিমাণমতো পানি ফুটতে দিন। পানি গরম হলে তার মধ্যে গ্রিন টি দিয়ে দিন। এবার এতে দিন এক চিমটি হলুদ। সামান্য একটু আদা থেঁতো করে মেশান। আঁচ একেবারে কমিয়ে এক চিমটি দারুচিনি, সামান্য ছোট এলাচের গুঁড়ো, বেশ কয়েকটি গোলমরিচ, মৌরি এবং কয়েকটি লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

এরপর ছেঁকে গরম গরম পরিবেশন করুন। যারা দুধ চা খেতে পছন্দ করেন, তারা এর মধ্যে দুধও মেশাতে পারেন। খাওয়ার আগে মিশিয়ে নিন এক চা চামচ মধু। নিয়মিত এই বিশেষ চা পানে ত্বক হবে উজ্জ্বল আর জেল্লাদার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]