20938

03/15/2025 গাজীপুরে চলন্ত বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন

গাজীপুরে চলন্ত বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

৪ ডিসেম্বর ২০২৩ ১৩:১৭

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের জিরানী বাজার ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যাত্রীবাহী চলন্ত বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) ভোরে ও সকাল ৯টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভিতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভায়। আগুনে বাসের ভিতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে, তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে, জামালপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই এক ট্রাক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছলে ট্রাকে রাখা খড়ে আগুন দেওয়া হয়। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ট্রাকে রাখা খড়ে আগুন লাগে। আগুনে বিপুল পরিমাণ খড় পুড়ে গেছে তবে ট্রাকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারা বা কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]