21006

04/12/2025 হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে প্রকাশ হবে ইনস্টাগ্রাম-ফেসবুকে

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে প্রকাশ হবে ইনস্টাগ্রাম-ফেসবুকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৬ ডিসেম্বর ২০২৩ ১৩:০৫

হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাস দেবেন তা আপলোড হবে ইনস্টাগ্রামে। এমনই ফিচার নিয়ে কাজ করছে এই মেসেজিং অ্যাপ।

অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটস দেন কিন্তু ইনস্টাগ্রামে তেমন অ্যাকটিভ থাকেন না। তাদের জন্য এই ফিচার বেশ কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

ইনস্টাগ্রাম যেমন থ্রেডস এবং ফেসবুকের সঙ্গে কানেক্টেড। তেমন হোয়াটসঅ্যাপও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করেছে মেটা।

ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে এই ফিচার দেওয়া হচ্ছে। পরীক্ষা সফল হলে তবেই সবাই এটি ব্যবহার করতে পারবেন।

এই ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে আপলোড হবে এমন একটি ফিচার নিয়েও কাজ শুরু করেছে মেটা। তবে এই ফিচার সম্পূর্ণ অপশনাল রাখা হবে। ব্যবহারকারী চাইলে এটির সুবিধা নিতে পারেন অথবা এড়িয়ে যেতেও পারেন।

যারা একই স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে চান তাদের কাছে এটি ওয়ান ক্লিক ফিচার হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকেই ওই ফিচার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার করতে পারবেন। আলাদা করে ওই অ্যাপে গিয়ে শেয়ার করতে হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]