21027

03/14/2025 কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর ২০২৩ ১০:০৭

বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম বয়সীদের সংখ্যা সব থেকে বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) একটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আক্রান্তের সংখ্যা ১২.৫ শতাংশ বৃদ্ধি পায়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। এই আক্রান্তদের মধ্যে অল্পবয়সীদের সংখ্যা সব থেকে বেশি। এ নিয়ে বাড়ছে উদ্বেগ।

যা বলছেন বিশেষজ্ঞরা-

হৃদরোগ বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এর পেছনে আছে কোভিড মহামারির প্রভাব। এক হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বর্তমানে যারা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সেই সঙ্গে নারীদের মধ্যেই এই সমস্যা বেশি দেখা দিয়েছে।

তিনি বলেন, করোনা মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। কমিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তার কারণেই হৃদরোগে আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও, ধূমপান, অতিরিক্ত পরিশ্রম, কাজের চাপ এবং অনিয়মিত জীবনযাত্রা এবং নিদ্রাহীনতা হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে বলে মত তার।

বর্তমানে তরুণ ও তরুণীদের মধ্যে জিমে গিয়ে শারীরিক কসরতের যে প্রবণতা বেড়েছে, তা নিয়েও উদ্ধেগ প্রকাশ করেছেন এ চিকিৎসক। তার মতে, শারীরিক ব্যায়ামের একটি নির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু তা মানা হচ্ছে না। এর জেরেও হার্টের সমস্যা বাড়ছে।

শরীরে অতিরিক্ত মেদ এবং কোলেস্টেরল নিয়েও সতর্ক করে দিয়েছেন এ হৃদরোগ বিশেষজ্ঞ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]