21068

04/22/2025 চট্টগ্রামে বেডিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামে বেডিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি

৯ ডিসেম্বর ২০২৩ ১১:৪০

চট্টগ্রামের কালুরঘাটে একটি বেডিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাদের বেডিং নামে একটি জুট-ফাইবার পক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে শনিবার সকাল ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট, বায়েজিদ, চন্দনপুরা স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]