21132

03/14/2025 একসঙ্গে কোথায় গেলেন পরীমণি-অপু বিশ্বাস

একসঙ্গে কোথায় গেলেন পরীমণি-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৩ ১৯:১৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। দু’জনের মধ্যকার সম্পর্ক যে বেশ ভালো সেটা চোখে পড়েছে বহুবার।

অপু বিশ্বাসের ছেলের জন্মদিন কিংবা পরীর ছেলের জন্মদিন, দুই নায়িকাকেই পাশে থাকতে দেখা গেছে একে অন্যের। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মেলে পরী-অপুর।

এবারও একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা মিলল ঢালিউডের এই দুই তারকার। জানা গেছে, একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও পরীমণি।

সেখানে একসঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তারা। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই নায়িকার ভক্তরাও তাদেরকে একসঙ্গে হাস্যজ্জল অবস্থায় দেখে বেশ খুশি হয়েছেন। তাদের রূপেরও প্রশংসায় মেতেছেন।

সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের সঙ্গে কাজের চুক্তি সম্পন্ন করেছেন পরীমণি। ‘ডোডোর গল্প’ নামের নতুন সিনেমার শুটিং-ও শুরু করেছিলে তিনি। অন্যদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]