21197

04/20/2025 গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৩ ১২:০২

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার ঝাজর এলাকায় মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া বলেন, চলন্ত কাভার্ডভ্যানটি হঠাৎ থেমে যায় ও মানুষ আগুন আগুন বলে চিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে আমাদের টিম ফিরে আসে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]