21267

03/13/2025 ‘অ্যানিমমেল’-এর নায়িকার সঙ্গে ক্যাটরিনার স্বামীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল

‘অ্যানিমমেল’-এর নায়িকার সঙ্গে ক্যাটরিনার স্বামীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯

সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এ ছবির জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন তিনি। তার সঙ্গে ওই দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছেন তৃপ্তি দিমরি। এবার সামনে এলো ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি।

ওই ছবিগুলোতে দেখা গেছে, ক্রোয়েশিয়ার সমুদ্রসৈকতে ভিকির সঙ্গে ঘনিষ্ঠ তৃপ্তি। কখনও ভিকির কোলে দেখা যাচ্ছে তৃপ্তিকে, কখনও আবার ভিকির বুকে মাথা দিয়ে রয়েছেন নায়িকা। ‘অ্যানিমমেল’-এর সাফল্যের পর সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয় ভিকি-তৃপ্তির এই ছবি।

তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা ঘটনাটি রিয়েল লাইফে নয়, গোটাটাই হচ্ছে ক্যামেরার সামনে। ছবিগুলো বছরখানেকের পুরনো। ‘বন্দিশ ব্যান্ডিটস’-খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারির ছবির জন্যই ক্রোয়েশিয়ায় গিয়ে প্রেমের দৃশ্যে এই শুটিং করেন দুই তারকা।

আগে অল্প স্বল্প পরিচিতি থাকলেও ‘অ্যানিমেল’মুক্তির পর রাতারাতি তারকা বনে গেছেন তৃপ্তি। উপমহাদেশ জুড়ে ছড়িয়েছে তার নাম। তারপরই প্রকাশ্যে এসেছে ছবিগুলো।

ছবিটি এগিয়েছে বাবা-সন্তানের সম্পর্কের গল্পকে উপজীব্য করে। রণবীর কাপুর ছিলেন প্রধান আকর্ষণ। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন তিনি। পর্দায় তাকে সঙ্গ দিয়েছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এ ছবিতে তৃপ্তিকে দেখা গেছে দ্বিতীয় নায়িকা হিসেবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]