21273

03/14/2025 পপির সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন কথিত স্বামী

পপির সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন কথিত স্বামী

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:১৬

অনেকদিন হলো চিত্রনায়িকা পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যমই বন্ধ। কিন্তু লাস্যময়ী এ অভিনেত্রীকে অনুরাগীরা আজও খুঁজে বেড়ান। তার খবর জানতে চান।

গতকাল মঙ্গলবার খবর রটে, গোপনে বিয়ে করে সংসার-ধর্মে মন দিয়েছেন পপি। স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সে ঘরে আয়াত নামে এক পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন এ নায়িকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আদনান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।’

এরপর পপিকে ম্যাডাম সম্বোধন করে তিনি বলেন, ‘পপি ম্যাডাম কি কোথাও বলছেন, আমি তার স্বামী?’ এরপরপপির সঙ্গে বিয়ের গুঞ্জন সম্পর্কে বলেন, ‘আমার জীবনে এই ধরনের কথা কখনও ওঠেনি। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আত্মীয়স্বজন, বন্ধুর মতো। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরা তার বাড়িতে গেছি। কিন্তু এটাকে এভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।’

আদনান আরও বলেন, ‘পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের শো করেছেন। শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কি শাহরুখ খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? আমরা ঢাকাইয়া মানুষ। খাওন-দাওনের মানুষ। কেউ আসলে খাওন-দাওন না করে ছাড়ি না। এখন সবাই মিলে যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! জানেন, আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি, পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে। সে জানিয়েছে, ২০০৪ থেকে তাদের পরিচয়। বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে।’

সবশেষে পপির সঙ্গে নিজের নাম জড়ানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এই ব্যবসায়ী। আয়াত নামে কোনো সন্তান নেই উল্লেখ করে তিনি বলেন, আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয় করার জন্য এই কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করছেন। আমার তিন–চারজনকে সন্দেহ হয়েছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই।’

এদিকে বাবা-মায়ের সঙ্গেও নাকি যোগাযোগ নেই পপির। গত বছর এক ভিডিও বার্তায় তার মা নিজেই জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, পপি তার পরিবারের কোনো খোঁজ নেন না।

পপি শেষ ধরা দিয়েছিলেন এক ভিডিওবার্তায়। গত শিল্পী সমিতির নির্বাচনের সময় ওই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চেয়েছিলেন শিল্পীদের কাছে। সেইসঙ্গে জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে ক্যামেরার সামনে আসবেন তিনি।

‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]