21282

04/22/2025 ইসরায়েলি বোমা হামলার মধ্যেই ভারী বর্ষণ

ইসরায়েলি বোমা হামলার মধ্যেই ভারী বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৪

ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে অতিবৃষ্টি। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ইসরায়েলি বোমা হামলার মধ্যে ভারী বর্ষণ আর ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে এলাকাটির বাসিন্দাদের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে এমন হাতে গোনা কিছু পরিবারের কাছে উপযুক্ত তাঁবু রয়েছে। অন্য পরিবারগুলো পাতলা প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি করেছে। এসব তাঁবুতে গ্রাউন্ডশিট না থাকায় বাসিন্দারা বৃষ্টিতে ভোজ বুলতে বসে রাত কাটিয়েছেন।

এমনই একজন আজিজা আল-শাবরাভি। তাঁবু থেকে বৃষ্টির পানি বের করার বৃথা চেষ্টা করেছিলেন তিনি। এছাড়া তার দুই সন্তানকে এমন অনিশ্চিত অবস্থায় বসবাস করার ইঙ্গিত করেছিলেন। ৩৮ বছর বয়সী এই নারী বলেন, তীব্র ঠান্ডায় আমার ছেলে অসুস্থ। আমার মেয়ে খালি পায়ে। আমরা যেন ভিক্ষুক। আমাদের কেউ যত্ন করে না এবং কেউ সাহায্য করে না।

ইসরায়েলি বিমান হামলায় বাড়ি ধ্বংস হয়ে গেছে ইয়াসমিন মাহানীর। এক শিশুসহ হারিয়েছেন সহায়-সম্পত্তি। পরিবারের ৫ সদস্যকে নিয়ে এখন একটি কম্বল ভাগাভাগি করে রাত কাটাতে হচ্ছে তাদের। তিনি জানান, রাতে ঘুম থেকে উঠে তার সাত মাস বয়সী শিশুকে ভিজতে দেখেন।

তাঁবুর বাইরে ভেজা কাপড় ঝুলিয়ে গিয়ে ইয়াসমিন মাহানী বলেন, আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের সন্তান শহীদ হয়েছে। আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে হয়েছে, একটি টি-শার্ট ছাড়া কিছুই নেই। এটি আমাদের পরিবর্তন করা পঞ্চম স্থান। আমাদের চলে যেতে হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]