2130

04/03/2025 ১৫ মামলার আসামি সানি গ্রেপ্তার

১৫ মামলার আসামি সানি গ্রেপ্তার

জেলা সংবাদদাতা, বরগুনা

৩ অক্টোবর ২০২০ ১৮:৪৮

বরগুনায় ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৫টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা শহরের টাউনহল এলাকা থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সানি মৃধা (২৩) বরগুনা শহরের চরকলোনি, ভোকেশনাল ইনস্টিটিউট ও মহিলা কলেজ এলাকার কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম মিলন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সানি নিজেকে স্থানীয় প্রভাবশালী এক ছাত্রলীগ নেতার ছোট ভাই এবং জেলা ছাত্রলীগের কর্মী বলে দাবি করে আসছিলেন।

তবে জেলা ছাত্রীগের সভাপতি চূবায়ের আদনান অনিক বলেন, “সানি ছাত্রলীগের কেউ না।“

সানি স্থানীয় ছাত্রদলের ‘ক্যাডার’ নিহত সুমন মৃধার ছোট ভাই এবং স্থানীয় প্রভাবশালী ঠিকাদার বিএনপি নেতা প্রয়াত হাকিম মৃধার ছেলে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]