21305

04/21/2025 ‘অ্যানিমেল’ থেকে বাদ রণবীর-ববির চুম্বন দৃশ্য, দেখা যাবে ওটিটিতে?

‘অ্যানিমেল’ থেকে বাদ রণবীর-ববির চুম্বন দৃশ্য, দেখা যাবে ওটিটিতে?

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৬

মুক্তির পর থেকেই সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ‘অ্যানিমেল’। তাই বলে সবার মন কাড়তে পারেনি ছবিটি। প্রশংসার পাশাপাশি জুটছে মুহুর্মুহু সমালোচনা। এরইমধ্যে নতুন এক তথ্য দিলেন ছবিটির অভিনেতা ববি দেওল। জানালেন ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার চুম্বন দৃশ্য ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন ববি। রণবীর কাপুরের সঙ্গে সম্মুখসমরে দেখা গেছে তাকে। ওই দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে ববি জানান, ছবির প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে রণবীরকে মারধর করার আগে চুমু খাওয়ার কথা ছিল তার! তবে সম্পাদনার সময় পরিচালক বঙ্গা নিজেই সেই দৃশ্য বাদ দেন।

এরপর ছবির সমালোচনা প্রসঙ্গে ববি বলেন, ‘ছবির সমালোচনা করা অত্যন্ত বেকার একটা কাজ। এতে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না।’

এদিকে ভারতীয় সেন্সর বোর্ড ‘অ্যানিমেল’-এর একাধিক দৃশ্যে কাঁচি চালিয়েছে। জানা গেছে, আগামী বছর ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ছবিটি। সেখানে একাধিক বাদ যাওয়া দৃশ্য দেখতে পাবেন দর্শক। তবে কি ওটিটিতেই দেখা যাবে রণবীর ও ববির চুম্বনদৃশ্য? এ বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

বলিউড থেকে ছিটকে পড়েছিলেন ববি দেওল। ওই সময়টায় ডুবেছিলেন হতাশায়। ‘অ্যানিমেল’ দিয়ে লিখেছেন ফেরার গল্প। সফল হয়েছেন। পর্দায় অল্প সময় পেলেও অভিনয়ে রাম টক্কর দিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে।

ছবিতে ‘জামাল কুডু’ গানের দৃশ্যে মাথায় মদের গ্লাস নিয়ে নাচতে দেখা গেছে ববিকে। সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে দৃশ্যটি। এরইমধ্যে তৈরি হয়েছে কয়েক হাজার রিলস।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]