21307

04/20/2025 বিয়ের মৌসুম উদযাপনে ইশো’র নতুন ওয়েডিং কালেকশন

বিয়ের মৌসুম উদযাপনে ইশো’র নতুন ওয়েডিং কালেকশন

লাইফস্টাইল ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৮

শীতের এই সময়কে বলা হয় বিয়ের মৌসুম। ডিসেম্বর-জানুয়ারি মাসজুড়ে চারদিকে যেন বিয়ের ধুম পড়ে যায়। বেশিরভাগ মানুষই এই সন্ধিক্ষণে নতুন জীবনে পদার্পণ করেন। আর নবদম্পতিদের কথা মাথায় রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ইশো নিয়ে এসেছে বিশেষ একটি ক্যাম্পেইন। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

এই ক্যাম্পেইন নববিবাহিত দম্পতি, বাড়ির মালিক এবং অন্দরসজ্জায় উৎসাহীদের জন্য এক দারুণ সুযোগ। ওডেনসে ডাইনিং চেয়ার ও টেবিলের সাথে আপনার ডাইনিং অভিজ্ঞতা হবে স্টাইলিশ ও আরামদায়ক। তাদের ফার্নিচারের তালিকায় আছে বেড, বেডসাইড টেবিল ও ড্রেসিং টেবিল নান্দনিকতা ও কার্যকারিতার এক সুন্দর সমন্বয়। আপনার শোবার ঘরকে বিলাসবহুল এক জগতে পরিণত করতে এই ফার্নিচারগুলো অনন্য। আর ওডেনসে অটোমান আপনার লিভিং স্পেসে যোগ করবে এক নতুন মাত্রা।

ইশো’র নতুন ওডেনসে কালেকশন আপনার বাড়িতে আনবে একটি পরিশীলিত ও আরামদায়ক পরিবেশ। প্রতিটি ফার্নিচারে পাওয়া যাবে শৈল্পিক নৈপুণ্য ও স্টাইলের ছোঁয়া। এটি উৎসবের এই মৌসুমের জন্য হতে পারে যথার্থ সংযোজন।

ইশো’র চিফ অপারেটিং অফিসার ফিরোজ আল মামুন বলেন, ‘ডিসেম্বর মাস উৎসবের মাস। ইশো’র নতুন ওয়েডিং কালেকশনের ওডেনসে সিরিজের মাধ্যমে আমরা পরিবার ও বন্ধুদের আড্ডার জন্য একটি উষ্ণ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের ফার্নিচারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ এই মৌসুমে একত্রে থাকার বিষয়টি অনুভব করতে পারবেন।’

ইশো’র ওয়েবসাইট (www.isho.com) এবং বারিধারা, ধানমণ্ডি, মোহাম্মদপুরে অবস্থিত স্টোর ও এক্সপেরিয়েন্স সেন্টারে ইশো’র কালেকশন পাওয়া যাচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]