21308

04/19/2025 শীতে মোজা না পরেও পা ঘামে?

শীতে মোজা না পরেও পা ঘামে?

লাইফস্টাইল ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭

বাতাসে বইছে হিমেল হাওয়া। শীতে অন্য অঙ্গগুলো ঠিক থাকলে অনেকের হাত, পা আর নাক কিছুতেই গরম হতে চায় না। আর তাই বাধ্য হয়ে পরতে হয় মোজা। দীর্ঘসময় পা-ঢাকা জুতা পরে থাকলে পায়ের পাতা ঘামে। এটি স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রে মোজা না পরার পরও পায়ের পাতা ঘামে। এমনটা কেন হয়? এটি কোন রোগের লক্ষণ?

চিকিৎসা পরিভাষায় এমন সমস্যাকে পেরিফেরাল এডিমা ব্লা হয়। দীর্ঘসময় দাঁড়িয়ে কিংবা পা ঝুলিয়ে বসে থাকলে যদি পায়ের পাতা ফুলে যায় কিংবা ঘামতে থাকে, তবে অবশ্যই চিন্তার কারণ আছে। এমনটাই মনে করছেন চিকিৎসকরা। আর কী কী উপসর্গ দেখলে সতর্ক থাকতে হবে?

নির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি দীর্ঘসময় পায়ের পাতা ভেজা থাকে তবে তা চিন্তার কারণ হতে পারে।

কিডনি, লিভার এবং হার্টের কোনো জটিল সমস্যা থাকলে কিংবা রক্তে শর্করার মাত্রা হঠাৎ ওঠা-নামা করলেও পায়ের পাতা ঘামে। এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পায়ের পাতা ঘামার সঙ্গে যদি ফোলা, ব্যথা বা লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় তবে সতর্ক হতে হবে।

পায়ের পাতা ঘামার সঙ্গে সঙ্গে যদি দেহের ওজন হঠাৎ বেড়ে যায়, সেটিও বড় রোগের লক্ষণ হতে পারে।

অন্তঃসত্ত্বা নারীদের পা ফুলতে বা পায়ের পাতা ঘামতে দেখলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটি স্বাভাবিক বিষয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]