21391

03/13/2025 দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতি আয়ুষের গাড়ি

দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতি আয়ুষের গাড়ি

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৩ ১০:২৭

সালমান খানের ভগ্নিপতি বলিউড অভিনেতা আয়ুষ শর্মার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (১৭ ডিসেম্বর) এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়।

জানা গেছে, দুর্ঘটনার সময় সালমানের বোন অর্পিতা খানের স্বামী নিজের গাড়িতে ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন আয়ুষের চালক। সূত্রের দাবি, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের খার জিমখানা এলাকায়। রাস্তার উল্টো দিক থেকে একজন মদ্যপ চালক তার গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে এসে আয়ুষের গাড়িতে ধাক্কা দেন। তবে, অভিনেতার চালক ভালো আছেন বলেই খবর।

সূত্রের খবর, আয়ুষের বিলাসবহুল গাড়িটির দাম প্রায় ২ কোটি টাকা। ইন্টারনেটে এ দুর্ঘটনার যে ছবি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের গাড়িটির সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আয়ুষের গাড়িতে ধাক্কা দেওয়ার পর ওই গাড়ির চালক পালানোর চেষ্টা করেন। কিন্তু তা পুলিশের নজর এড়ায়নি। ইতোমধ্যে মুম্বাইয়ের খার থানার পুলিশ অভিযুক্তের নামে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে। এ ঘটনার পর এখন পর্যন্ত আয়ুষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

২০১৮ সালে ‘লভযাত্রী’ ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখেন আয়ুষ। নিজের ‘মেন্টর’ হিসেবে তিনি সালমান খানকেই কৃতিত্ব দেন। দুবছর আগে ‘অন্তিম’ ছবিতে তাকে সবশেষ দেখা যায়। বর্তমানে অভিনেতা ‘রুসলান’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত। এ ছবিতে অভিনেতাকে আবার অ্যাকশনে দেখবেন দর্শক। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]