215

03/13/2025 রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

জেলা প্রতিনিধি, রংপুর

৩১ মার্চ ২০২০ ০১:১৮

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদনাগড় রেলস্টেশনের দক্ষিণ রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী। নিহতরা হলেন- অটোরিকশাচালক হামিদুল ইসলাম দুখু (৩৪), যাত্রী নুরুন্নাহার বেগম (২৫), সুমি (২১) এবং মোস্তাফিজুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশাযোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোকে ধাক্কায় দেয়।

পুলিশের এসআই জিয়াউর রহমান বলেন, বেলা ১২টার দিকে কাউনিয়া থেকে ট্রেনের একটি ইঞ্জিন পীরগাছা যাচ্ছিল। এ সময় আনন্দনগরে রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হন। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানে আরও দুইজন মারা যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]