21543

03/14/2025 আন্তর্জাতিক স্বর্ণপদক পেল অগ্রণী ব্যাংক

আন্তর্জাতিক স্বর্ণপদক পেল অগ্রণী ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৩ ১০:৪৩

সেরা বার্ষিক প্রতিবেদন-২০২২ এর জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) কর্তৃক স্বর্ণপদক অর্জন করেছে অগ্রণী ব্যাংক।

শনিবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লির হোটেল রেডিসন ব্লুতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাফার সভাপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকটির সিএফও মোহাম্মদ দীদারুল ইসলাম।

এই পুরস্কার প্রাপ্তিতে সাফা কর্তৃপক্ষ, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]