21552

04/04/2025 ইসরায়েলে ভয়াবহ বন্যা

ইসরায়েলে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৪৩

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে উত্তর ইসরায়েলের শহর ও রাস্তাঘাট। সেখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের মধ্যে উত্তর ইস্রায়েলের শহরগুলোতে বন্যার খবর পাওয়া গেছে। কিছু এলাকা বন্ধ হয়ে গেছে।

খবরে বলা হয়েছে, কারমিয়েল, নাজারেথ, গোলানি জংশনে এবং অন্যান্য জায়গায় রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাড়ি আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যায় বিভিন্ন সড়কে আটকে থাকা গাড়ি অনেকে ঠেলে পার করার চেষ্টা করছেন। অনেক ইসরায়েলি তাদের গাড়িতে আটকা পড়েছেন।

তবে বন্যার কারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে গাজায় বাস্তুচ্যুত মানুষেরা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]