21571

04/04/2025 ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত করার একটি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে মোরোওয়ালি শিল্পাঞ্চলের একটি কারখানার চুল্লি মেরামতের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএনের

নিহতদের মধ্যে সাতজন ইন্দোনেশীয় এবং বাকি পাঁচজন বিদেশি নাগরিক। তবে সাউথ চায়না মর্নিং পোস্ট এর খবরে বলা হয়, ওই বিস্ফোরণে পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন।

কারখানার মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লি মেরামতের সময় প্রথমে একটি তরল দাহ্য পদার্থে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয় এবং আগুন পাশে থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলিতে ছড়িয়ে গেলে সেগুলোও বিস্ফোরিত হয়।

আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]