21574

04/04/2025 শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৩ ১০:২২

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা ৩০ পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, একইদিন সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৫.৩০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, সোমবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]